শহরের সৌন্দর্য পুনরুদ্ধারে অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়।

কেন এই অভিযান?

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান—
যত্রতত্র দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ও ফেস্টুন লাগানোর কারণে শহরের সৌন্দর্য ব্যাহত হচ্ছে। এ বিশৃঙ্খলা দূর করতেই অপসারণ অভিযান চলছে।

ডিএসসিসি জানিয়েছে, ধাপে ধাপে তাদের আওতাধীন সব এলাকায় অননুমোদিত ব্যানার, পোস্টার, বিলবোর্ড, নোটিশ ও ফেস্টুন সরানো হবে।

আইনি ভিত্তি

অবৈধভাবে এসব স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ—

  • স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারা
  • দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর ৩ ধারা
  • রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ এর ৭ (ক) ও ৭ (গ) ধারা

ডিএসসিসির নির্ধারিত স্থান ও অনুমতি ছাড়া কোথাও পোস্টার বা ব্যানার লাগানো আইনবিরোধী।

গণবিজ্ঞপ্তি

এর অংশ হিসেবে গত ২ ডিসেম্বর একটি গণবিজ্ঞপ্তি জারি করে ডিএসসিসি—
যেখানে অননুমোদিত সব পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়।

ডিএসসিসি বলছে, নগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এ অভিযান নিয়মিতভাবেই চলবে।