বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বুলুপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্যোগে নতুন প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ৫০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়।
৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণ যেমন বই, খাতা, কলম, পেন্সিল ও রাবার বিতরণ করা হয়। বিদ্যালয়টি উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী। তিনি বলেন, “দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করার পাশাপাশি আমরা স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলেছি। শিক্ষা প্রতিষ্ঠা করা তারই অংশ।”
এ ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং অন্যান্য মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সুরক্ষা বজায় রাখতে সহায়তা করছে।
বুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় ৩টি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০–৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুকে প্রাথমিক শিক্ষা দেওয়ার সুযোগ করে দেবে। লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আলোর পথে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। আমরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখব।”
বিদ্যালয়টির যাত্রা শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা আনন্দিত এবং এলাকার অভিভাবকরা সন্তুষ্ট। বিদ্যালয়টি কেবল শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে না, বরং পার্বত্য অঞ্চলের শিশুদের জন্য ভবিষ্যতের সম্ভাবনার পথও উন্মুক্ত করছে।