শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ডিউটির সময় এই ঘটনা ঘটে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খোয়া যাওয়া গুলিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত থানা পাহারার (সেন্ট্রি) দায়িত্বে ছিলেন কনস্টেবল অসিত কুমার। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি ডিউটি ছেড়ে থানা থেকে বের হয়ে সাতমাথা এলাকায় চা পান করতে যান। এই সময়ের মধ্যেই তাঁর কাছে থাকা ১০ রাউন্ড শর্টগানের রাবার বুলেট খোয়া যায়। পরের শিফটের কনস্টেবল নুরুজ্জামান যখন ভোর ৪টায় অসিত কুমারের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে আসেন, তখনই অসিত কুমার এই ১০ রাউন্ড গুলি খোয়া যাওয়ার বিষয়টি প্রকাশ করেন।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, কীভাবে এবং ঠিক কোথা থেকে এই গুলি খোয়া গেল, তা জানতে একটি তদন্ত শুরু করা হয়েছে।