চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির ২৮ নেতাকর্মী দলত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের আহুড়া গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় স্থানীয় ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মতিউর রহমান, হযরত আলী, আবু বক্কর, জারজিস আলী, আমিরুল ইসলাম, মশিউর রহমান, রবিউল ইসলাম, আলী হাসান, আশরাফুল ইসলাম, আব্দুল সাত্তারসহ আরও অনেকে। এরা সবাই ফতেপুর ইউনিয়নের আহুড়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
জানা গেছে, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে এই দলবদল হয়। সম্প্রতি তিনি পারিবারিক ও ব্যক্তিগত বিবেচনায় জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে সহকর্মীদের সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন।
বিএনপির স্থানীয় নেতৃত্ব অবশ্য এ ঘটনায় অবাক হয়েছেন। ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইরুল ইসলাম বলেন, মতিউর রহমান আমাদের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। তার পরিবারের সদস্যরা জামায়াত ঘরানার, হয়তো সেখান থেকেই প্রভাব এসেছে। তবে বিএনপিতে তার কোনো গুরুত্বপূর্ণ পদ ছিল না।
অন্যদিকে ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহসান হাবীব বলেন, জামায়াতে ইসলামী দেশপ্রেমিক ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী মানুষের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম। নতুন সদস্যদের যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।
উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী বলেন, এই ২৮ জন আমাদের মতাদর্শ ও ইসলামী নীতির প্রতি শ্রদ্ধা রেখে যোগ দিয়েছেন। তারা চান, দেশে শান্তি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত হোক।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে এই ধরনের দলবদল নাচোল অঞ্চলের ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।