রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ হবে, যা সমগ্র রাজশাহী মহানগরীকে জনসমুদ্রে রূপান্তর করবে।
মিনু বুধবার দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের বলেন, “আগামীকাল সমাবেশে দলের চেয়ারম্যান বক্তব্য রাখবেন। রাজশাহীর ৩৯টি আসনে আমাদের প্রার্থীরা জনগণের সঙ্গে পরিচয় করবেন এবং ইনশাআল্লাহ জয় নিশ্চিত করবেন। ভোর থেকেই মহানগরী ও সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে, কারণ আমরা চরম প্রতিকূল অবস্থায়ও সফল সমাবেশের অভিজ্ঞতা অর্জন করেছি।”
তিনি আরও বলেন, “দেশ আজ চরম সংকটের মধ্যে আছে। জনগণ নতুন নেতৃত্ব ও পরিবর্তন চায়। ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সংগ্রামে আমাদের নেতা ঐক্যবদ্ধ করেছেন। এখন তিনি দেশে গণতান্ত্রিক পরিবর্তনের পরিকল্পনা নিয়েছেন। তারেক রহমান বলছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান।’ দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন।”
মিনু উল্লেখ করেন, “রাজশাহী অতীতে বঞ্চনা ও অবহেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির প্রকল্পগুলোকে বাদ দিয়ে মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি হয়েছে। আমাদের লক্ষ্য, আগামী দিনে জনগণের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবায় হেল্থ কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড বাস্তবায়ন করা হবে।”
সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, মহানগরী সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মিনু প্রত্যাশা প্রকাশ করেন, জনতার সক্রিয় অংশগ্রহণ সমাবেশকে সাফল্যমণ্ডিত করবে এবং আগামী নির্বাচনে দেশের গণতান্ত্রিক পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।