চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, হামলায় তার দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার পেছনে আবু সুফিয়ানের ভাতিজির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি রয়েছে। ওই যুবক প্রতিবেশী ছেলের সঙ্গে হাতাহাতি করায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাকে কোপ দিয়ে আহত করেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন।
শিবগঞ্জ থানায় বাবার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলম (২২) ও আবদুর রাজ্জাক (২৩) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তারা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জামায়াতের শিবগঞ্জ উপজেলা নেতা ও সেক্রেটারি জানান, গ্রেপ্তার দুইজন দলটির সক্রিয় পদে নেই এবং হামলার সঙ্গে তারা জড়িত নন। তারা পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। জামায়াত অভিযোগ অস্বীকার করে বলেন, আবু সুফিয়ান নিজেই এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী।
এদিকে স্থানীয়রা মানববন্ধনের মাধ্যমে হামলার প্রতিবাদ করেছেন এবং আহত যুবকের সঠিক বিচার দাবী জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্তে জোর দিয়েছেন।