নিহত জিম উপজেলার তিতপল্লা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের লাভলু মিয়ার স্ত্রী।

আহতরা হলেন, সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ছায়তানি গ্রামের চাঁন মিয়া (৭২), তাঁর স্ত্রী বানেছা (৭০), একই এলাকার ইদ্রিস আলীর মেয়ে ইভা (৫) ও রিমা (১৪) এবং খুপিবাড়ী এলাকার শাকিবের সন্তান ছোয়ামনি (৪)। নিহত ও আহতরা স্বজন বলে জানা গেছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কাশেম বলেন, ‘আমরা বটতলায় চা খেতে ছিলাম। হঠাৎ দেখে জামালপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস বেপরোয়া হয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ওপর তুলে দেয়। এতে তুলার মতো উড়ে যায় অটোরিকশাটি। বাসটিও ২/৩ টি পল্টি দিয়ে চলে যায়। আমরা ঘটনাস্থলে এক নারীকে মৃত উদ্ধার করেছি। আর ২ শিশুসহ ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতাল পাঠিয়েছি।’

ঘটনার খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনাস্থলে যান। তারা  জানান, রাতে এক আত্মীয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার পথে আদর্শ বটতলা এলাকায় ঢাকাগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিম নামে এক নারী মারা যায়। এ ঘটনায় চাঁন মিয়া, বানেছা, শিশু ইভা, রিমা ও ছোয়ামনিসহ ইজিবাইক চালকসহ পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

এ দুর্ঘটনায় বাসটিকে শনাক্ত ও দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।