হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদের উদ্যোগে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬২তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর শহীদ সোহরাওয়ার্দী হল মসজিদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোঃ সাচ্ছু হোসেন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ ইমরুল হাসান, সংস্কৃতি সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, সহকারী সংস্কৃতি সম্পাদক, বিতর্ক ও সাহিত্য সম্পাদক এবং হল সংসদের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান, তাঁর রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশের প্রতি তাঁর অগাধ ভালোবাসার কথা তুলে ধরেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।