ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় কাভার্ডভ্যানকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শেরপুরের শ্রীবরদীর ট্রাকচালক সোহেল (৩৫) এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার ব্যবসায়ী আমিনুর ভূইয়া (৬৫)।

মঙ্গলবার দিবাগত রাতে ঘটে এই দুর্ঘটনা। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ফলে চালক এবং তার সঙ্গে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত এক ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, জামালপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রাকটি (যাতে চাল, মুরগি ও হাঁস ছিল) সামনে থাকা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এর পর মহাসড়কের ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিস দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে সড়ক স্বাভাবিক করে। মরদেহ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলছে।