ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভোলা পৌরসভার তিনটি মালামাল বহনকারী ট্রাকে আগুন ধরানো হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভোলা পৌরসভা বিকেল থেকে নতুন বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল। মালামালগুলো ট্রাকে ওঠানোর সময় হঠাৎ কিছু দুর্বৃত্ত আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “উচ্ছেদ অভিযান চলাকালে উত্তেজনা তৈরি হয় এবং তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। অভিযানে আগে পুলিশকে জানানো হয়নি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মডেল মসজিদের পাশে আমাদের নিজস্ব সম্পত্তিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান পরিচালনা করা হচ্ছিল। জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য আগেই নোটিশ ও মাইকিং করা হয়েছিল। উচ্ছেদের সময় মালামাল গাড়িতে তোলা হলে কে বা কারা আগুন দেয়, তা তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এলাকার আশেপাশের প্রতিষ্ঠান ও মানুষ।
এ ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পৌরসভা জানিয়েছে, ভবিষ্যতে উচ্ছেদ অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে আগে অবহিত করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।