নাটোরের লালপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিএনপি মনোনীত নাটোর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরিন। ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভার মাধ্যমে তিনি ভোটারদের কাছে পুতুলের প্রতি সমর্থন কামনা করেন।
কামরুন্নাহার শিরিন বলেন, “২০১৮ সালে আমি এই আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে লড়াই করেছি। সেবার নির্বাচনে ভোট প্রক্রিয়ার নানা সীমাবদ্ধতা থাকলেও, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “এবার দলের মনোনয়নে স্থানীয় নেতা ও প্রয়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে মনোনীত করা হয়েছে। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি, মেধা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভেদ সৃষ্টির চেষ্টা করা হলেও প্রকৃত বিএনপি সমর্থকরা বিভ্রান্ত হবেন না।”
কামরুন্নাহার শিরিন ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, “দলের সিদ্ধান্ত মেনে সবাই ধানের শীষ প্রতীকে পুতুলকে বিজয়ী করার জন্য ভোট দিন। পুতুল জয়ী হলে তার বাবার অসমাপ্ত উন্নয়ন কার্যক্রমও তিনি সম্পন্ন করতে পারবেন।”
জনসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরশাদ প্রতিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।
এই জনসভা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুতুলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভোটারদের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপনের লক্ষ্যে পরিচালিত হয়।