শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বন বিভাগের একটি দল বন্য পশু-পাখি  সংরক্ষণ আইনে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

উখিয়া বনবিভাগের  ভাররপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কতিপয় ব্যক্তিরা জাল দিয়ে ফাঁদ বসিয়ে অবৈধভাবে বক পাখি ও অতিথি পাখি শিকার করে বাজারে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগ অভিযানে নামেন। অভিযানকালে অর্ধ-শতাধিক জালের ফাঁদ জব্দসহ ১০টি বক পাখি ও অতিথি পাখি উদ্ধার করতে সক্ষম হয়। পরে বনবিভাগ কার্যালয়ে সবার উপস্থিতিতে উদ্ধার হওয়া পাখি সমূহ অবমুক্ত করা হয়।


দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি জানান, এ সময় ৭ শত ফুট জাল ও ৩ শত কৃত্রিম বক জব্দ করে ধ্বংস করা হয়েছে। ঘটনায় জড়িতদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।