পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মাসুদ সাঈদী মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে বলেছেন, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে হাদির ওপর হামলা কেবল ব্যক্তিগত হামলা নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তিনি অভিযোগ করেন, এই হামলায় ভারতের আধিপত্যবাদী এবং দেশের অভ্যন্তরীণ এজেন্টরা জড়িত।
মাসুদ সাঈদী বলেন, “এই হামলা আমাদের জন্য একটি সতর্কবার্তা। যদি আমরা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করি, তবে ভবিষ্যতে দেশের জন্য নতুন মুক্তিযোদ্ধা তৈরি হবে না। আমাদের অঙ্গীকার হোক, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার মাধ্যমে দেশ গড়তে হবে।”
বিজয় দিবসের র্যালি পিরোজপুর পৌরসভা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় সিও অফিস চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে শেষ হয়। র্যালিতে মাসুদ সাঈদী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেন।
তিনি আরও উল্লেখ করেন, “১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের জন্য যে যুবকরা লড়াই করেছেন, তারা সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ একটি বাংলাদেশ চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। আজও দেশের মানুষ নানা নিপীড়ন, বৈষম্য ও দুঃশাসনের শিকার।”
মাসুদ সাঈদী বলেন, “স্বাধীনতার চেতনা শুধু মুখে বললেই হবে না, আমাদের অন্তরে ধারণ করতে হবে। যারা প্রকৃত দেশপ্রেম ও ন্যায়বোধ রাখে, তারা দেশের উন্নয়নে কাজ করবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে একদিন বাংলাদেশ সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।”
র্যালিতে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাকসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।