শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক ও শিধুলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও নানা ক্ষোভ ও ব্যক্তিগত ক্ষতির অভিযোগ তুলে তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন।

শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ওইদিন ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগে গেলে খোকন মাদবর তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে অপু তাকে মালা পরিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। তার সঙ্গে থাকা অর্ধশতাধিক নেতাকর্মীও মালা পরিয়ে বিএনপির পক্ষে অবস্থান জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তাৎক্ষণিক রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা এটি আসন্ন নির্বাচনে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন।

দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খোকন মাদবর বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী নাহিম রাজ্জাকের পক্ষে কাজ না করায় আমাকে বারবার অবমূল্যায়ন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অপু ভাই নিজে এসে আমাকে সম্মানের মালা পরিয়েছেন—এই সম্মানের মর্যাদা আমি জীবন দিয়েও রাখব। আগে এলাকা নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।’

নুরুদ্দিন আহাম্মেদ অপু দলবদলকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দলমত ভেদাভেদ ভুলে আমরা সবাই একটি পরিবার। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ শরীয়তপুর গড়ে তুলতে চাই।’
তিনি জানান, নতুন যোগদানকারীদের সর্বতো সহায়তা ও সহযোগিতা করবে বিএনপি।