টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মাদকাসক্ত যুবক মহসিন মাদবর (২৬) নিজ ঘরে আগুন লাগিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছেন। পরিবার নেশার জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে মহসিন এই চরম সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে পরিবারের কাছে নেশার জন্য অর্থ চায়। টাকা না পাওয়ায় মহসিন ঘরে আগুন ধরিয়ে দেয়। এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, পরে রাত সাড়ে ৭টার দিকে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, মহসিন এলাকার পরিচিত মাদকাসক্ত। তিনি শুধু নেশার টাকা না পেয়েই নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের ভেতরের আসবাবপত্র ও কাঠের অংশ পুড়ে যায়।
টঙ্গিবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মহসিনের স্ত্রী ও মায়ের বরাতে জানা যায়, সে নেশাগ্রস্ত অবস্থায় নিজ ঘরে আগুন লাগিয়ে বাইরে চলে যায়। পরে ভিডিও কলে পরিবারকে জানায় যে তিনি আগুন দিয়েছেন। এতে ঘরের আংশিক অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।”
এ ঘটনা মুন্সীগঞ্জের কাঠাদিয়া গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেন, এমন চরম প্রভাব দেখায় মাদক কখনো কখনো পারিবারিক ও সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন পরিবারকে সতর্ক করেছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মাদকাসক্ত সদস্যদের নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনে চিকিৎসা নিশ্চিত করতে।