রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহরের তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।

এসময় উপস্থিত ছিলেন, আবু হুরাইয়া নূরানী মাদরাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দীন, তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা রহমত উল্লাহ,  শিক্ষক মো. রমজান আলী।

এসময় জোন কমান্ডার বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতিধর্ম নির্বিশেষে সবসময় জনগণের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে বিভিন্ন মাদারাসায় শীতবস্ত্র এবং ফ্লোর ম্যাট বিতরণ করেছি। নভেম্বর থেকে আমরা বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও শীতবস্ত্র বিতরণ করেছি।’ 

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হচ্ছে। পুরো শীতকালজুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।