শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের আব্দুর বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল খাঁ আব্দুর বেপারী কান্দি এলাকার আব্দুর রশিদ খার ছেলে।
স্বজনরা জানায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লে তে পড়াশোনা করে। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গেলে স্থানীয় যুবক নাজমুল খাঁ তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয় এবং ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরবর্তী সময়ে তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে শিশুটিকে পায়। এসময় মেয়েটির প্যান্টে রক্ত লেগে থাকতে দেখলে তার মা শিশুটিকে জিজ্ঞেস করার একপর্যায়ে শিশুটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরে তাকে দ্রুত প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।
এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নাজমুল খাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্তর কঠিন বিচার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, আমার বাচ্চাটি বাড়ি পাশে খেলতে গিয়েছিল। সেখান থেকে নাজমুল মোবাইলে ভিডিও দেখার কথা বলে খারাপ কাজ করে। বাচ্চাটি ভয়ে কাউকে কিছু না বললে পরে মায়ের কাছে সব খুলে বলে। এমন ঘৃণ্যতম ঘটনা যে ঘটিয়েছে তার কঠিন বিচার চাই।
এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসক লিমিয়া সাদিনা বলেন, ‘মেয়েটিকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে এমন অভিযোগে নিয়ে আসা হয়েছে। আমরা তার পরিক্ষা-নিরীক্ষা করে বাকিটা বলতে পারব।’
বিষয়টি নিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বাচ্চাটিকে পুলিশের মাধ্যমে জাজিরা উপজেলা হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে গণধোলাই দিলে পুলিশ তাকে নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়া হবে।’