রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালের সাধারণ ওয়ার্ড এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয় বলে শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
হাসপাতালের ডেঙ্গু আপডেট প্রতিবেদনে জানানো হয়, মৃত দুই রোগীর একজন হলেন রাজশাহীর বাগমারা উপজেলার মো. মিঠু (৩০)। পাঁচ দিনের জ্বর নিয়ে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ায় তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ওয়ার্ডেই তিনি মৃত্যুবরণ করেন।
অপরজন নওগাঁর বাসিন্দা সাবিহা বেগম (৫৬)। তিনি গত ৬ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। প্রথম দিকে তার অবস্থা স্থিতিশীল থাকলেও একইদিন সকালেই গুরুতর জটিলতা দেখা দিলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা সত্ত্বেও বৃহস্পতিবার রাত ৯টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে মোট ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে পাঁচজন শিশু, ২৪ জন পুরুষ এবং ১২ জন নারী। প্রত্যেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ অঞ্চলে ডেঙ্গু সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, এক দিনে দুজন রোগীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোগীর সংখ্যা বেড়েই চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
চিকিৎসকরা জানান, জ্বর, শরীর ব্যথা ও প্লেটলেট কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যোগাযোগ করা জরুরি। সময়মতো সঠিক চিকিৎসাই ডেঙ্গু মোকাবিলার প্রধান উপায়।