বিজিবি জানায়, বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। 

বিজিবি ও পুলিশ বেশ কয়েকটি স্থানে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে। এরমধ্যে রয়েছে পরশুরাম উপজেলাধীন বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় এলাকা, পরশুরাম উপজেলার আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ এলাকা, ছাগলনাইয়া উপজেলা জিরো পয়েন্ট এলাকা, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ব্রিজ এলাকা, ফুলগাজী উপজেলার আমজাদের হাট এলাকা।

ফেনীস্থ ৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে যেকোনো অপরাধ, অনুপ্রবেশ, নিয়ম বহির্ভুতভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক আছে। সীমান্তে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্যে বিজিবি ও পুলিশকে দিয়ে সহায়তা করুন।