রংপুর উত্তর–পশ্চিম রিজিয়নের দায়িত্বাধীন সীমান্তজুড়ে নভেম্বর মাসজুড়ে জোরদার অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার মাদক ও বিভিন্ন চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে মানবপাচার রোধ ও সীমান্ত এলাকায় সামাজিক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাহিনীটি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রংপুর উত্তর–পশ্চিম রিজিয়ন, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন ও দিনাজপুর সেক্টরের যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার ও অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান।

বিজিবির তথ্য অনুযায়ী, নভেম্বরজুড়ে রিজিয়নের চার সেক্টর ও ১৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, প্রসাধনী, ওষুধ, পোশাক, জিরা, ধান, চিনি, পেঁয়াজ, আপেল, মোটরসাইকেল, সাইকেল, মোবাইল ফোনসহ নানা ধরনের পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া ছয় রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি ওয়ান শুটারগান ও প্রায় দুই কেজি গান পাউডার উদ্ধার করে বিজিবি।

চোরাচালান দমনের পাশাপাশি মানবপাচার রোধেও সক্রিয় ভূমিকা রাখছে বিজিবি। গত এক মাসে সীমান্ত এলাকা থেকে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে পাচারকারীর কবল থেকে উদ্ধার করা হয়েছে।
অপরদিকে নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে ইলিশ পাচার, জাল টাকা পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে সৌহার্দ্য বজায় রাখতে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাটে নতুন চতুরবাড়ী বিওপি স্থাপন করা হয়েছে।

সামরিক দায়িত্বের পাশাপাশি সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বিজিবি।
২৯ নভেম্বর দিনাজপুরের বিরল সীমান্তে ৩০০ অসহায় মানুষ ও ১০০ শিশুকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই দিনে একটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫০৯ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

এ ছাড়া সীমান্ত এলাকায় সচেতনতা বাড়াতে নভেম্বর মাসে ২ হাজার ৫৮৬টি জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বিজিবি।