ভোলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত ৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অবিচার ও অনিয়মের অভিযোগে স্থগিত করতে দাবি জানিয়েছে তৃণমূলের প্রায় ৪০ নেতা-কর্মী। তাদের দাবি না মানা হলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত লিখিত বক্তব্যে বলেন, কমিটি গঠন প্রক্রিয়ায় তৃণমূলের নেতাদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এছাড়া ২০ জন নতুন সদস্য তৃণমূলের পরিচিত নয় এবং দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও সক্রিয় নেতাদের মূল্যায়নও হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত সুপারিশ ও প্রভাব ব্যবহার করে কমিটি গঠন করা হয়েছে, যা দলীয় নীতি ও কেন্দ্রীয় বিধিমালা লঙ্ঘন করে। পাশাপাশি কমিটিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সক্রিয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা প্রকাশ্যে এনসিপির বিরোধিতা করে আসছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৮ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। এতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান আহ্বায়ক এবং মেহেদী হাসান শরীফ সদস্য সচিব হন। তবে তৃণমূলের অভ্যন্তরীণ মতামত নেওয়া হয়নি।
ইয়াসির আরাফাত বলেন, "আমাদের দাবি হলো এই কমিটি স্থগিত করে পুনর্গঠন করা হোক, যাতে যোগ্য ও পরিশ্রমী নেতাদের যথাযথভাবে মূল্যায়ন করা যায়। কেন্দ্র যদি ৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি পূরণ না করে, তবে প্রায় ৪০ নেতা একযোগে পদত্যাগ করবেন।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, কোষাধ্যক্ষ হাফেজ মো. জহিরুল ইসলাম এবং অন্যান্য কমিটির সদস্যরা। তারা একযোগে দাবি জানিয়েছেন যে কমিটির প্রকৃত স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত না হলে তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ বিঘ্নিত হবে।