বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রতিরোধের মুখে একপর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হন। পরে তারা আবারও ভদ্রা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচিকে ঘিরে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের চারপাশজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।’
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফয়সাল হোসেন। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ভদ্রা মোড়ে জড়ো হয়ে এই কর্মসূচি শুরু করে ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ’।