মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ বন্ধু রাজন খালাসী (১৭) ও ইমন মল্লিক (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টেকেরহাট–কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনই মৃত্যুবরণ করেন।

নিহত রাজন খালাসী কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি গ্রামের সিদ্দিক খালাসীর ছেলে এবং ইমন মল্লিক একই গ্রামের হান্নান মল্লিকের ছেলে। বন্ধুত্বের পাশাপাশি তারা দুজনই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে একটি ফার্নিচার দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে দুজনেই খাবার খেতে বাড়ি এসেছিলেন। পরে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা একটি টেকেরহাটগামী নসিমনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং রাজন ও ইমন গুরুতরভাবে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সন্ধ্যার পর চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতেই তাদের মরদেহ গ্রামে এনে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, রাজন ও ইমন দুজনই পরিশ্রমী এবং ভদ্র স্বভাবের ছিলেন, তাদের মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ বিষয়ে এখনও কোনো তথ্য পাইনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুই পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেছে। স্থানীয়দের দাবি, সড়কটিতে ভারী যান ও ইঞ্জিনচালিত নসিমনের বেপরোয়া চলাচল বন্ধে জরুরি পদক্ষেপ প্রয়োজন, নইলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।