বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত কার্যালয়টিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।

দিনভর বাইরে থেকে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা না গেলেও সন্ধ্যায় অফিস খুলে ভেতরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা নজরে আসে। ধারণা করা হচ্ছে, কার্যালয়ের পেছন দিক দিয়ে পেট্রোল বা অনুরূপ দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। তার আগের রাতে সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি, নথিপত্রসহ ভেতরের সব সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, “ভেতরের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এটি যে পরিকল্পিতভাবে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। দায়ীদের বিচার চাই।”
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন অভিযোগ করেন, তাদের একাধিক কার্যালয়ে অতীতেও হামলা–ভাঙচুর–অগ্নিকাণ্ড হয়েছে।

ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শেখ তানভীর জানান, খুব গোপনে আগুন লাগানো হয়েছে বলে মনে হচ্ছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।