চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির প্রবেশ ফি বৃদ্ধির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে চালকদের ধর্মঘটে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়লে রোববার বিকেলে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “চেয়ারম্যানের নির্দেশে বর্ধিত ফি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।”
বৈঠকে উপস্থিত শ্রমিক ও মালিকরা কাজে ফেরার আশ্বাস দেন। প্রায় ৬ হাজার ট্রাক কাভার্ডভ্যান বন্দরের বাইরে অপেক্ষায় ছিল।
এর আগে ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হলে বিক্ষোভ শুরু হয়।