মেহেরপুরে ১টি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ নাহিদ হাসান নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাহিদ হাসান মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং ছাত্রলীগের সাবেক নেতা।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ভোরে যৌথ বাহিনীর অভিযানে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তার নামে মামলা দায়ের করে আদালতে পাঠানোর লক্ষ্যে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর অভিযান টিম।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নাহিদ হাসানের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।