গাজীপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গোডাউন ও একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি সোমবার (১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে ঘটেছে। টঙ্গীর মাঝুখান এলাকায় প্রথমে একটি তুলার গুদামে আগুন লেগে তা আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে চারটি ইউনিট এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনে তিনটি গুদামের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।

পরবর্তী ঘটনা ঘটে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায়। পলাশ মিয়া নামে এক ব্যবসায়ীর ঝুট গোডাউনে আগুন লাগলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সকালে আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায়। একটি টিনশেড কলোনির একটি কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের ৮০টি কক্ষ পুড়ে যায়। আগুন দেখা মাত্রই স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কলোনিতে কেউ হতাহত হয়নি, কারণ সবাই সকালেই কাজে গিয়েছিলেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, “ভোর থেকে সকাল পর্যন্ত তিনটি স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সব স্থানের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও কেউ আহত হননি। তবে আগুনের দ্রুত বিস্তার ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত শুরু করেছে যাতে আগামি দিন এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।