ফরিদপুরের চরভদ্রাসনে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে স্বর্ণের দোকানে ঢুকে প্রতারণার চেষ্টা করা শাহরিয়ার জাহান (৫১) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে সুব্রত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে। শাহরিয়ার দোকানে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেন এবং বিভিন্ন কাগজপত্র দেখতে চান। পাশের দোকানে থাকা এক এনজিওকর্মী বিষয়টি শনাক্ত করে ভিডিও দেখিয়ে স্থানীয়দের সতর্ক করেন। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা নিশ্চিত করে শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে পুলিশে হস্তান্তর করেন। ফরিদপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত শাহরিয়ারকে পাঠানো হয়েছে।