বগুড়ার নন্দীগ্রাম-কাহালু সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর অন্তত ২০ জন নেতাকর্মী দলত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মহল্লায় আয়োজিত এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে এসে দলে যোগ দেন।

নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন নিজেই তাদের দলে স্বাগত জানান। বিএনপির নির্বাচনী প্রচারণায় বর্তমানে তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। দলের সূত্র জানায়, জামায়াতের সহযোগী সদস্য জাকির হোসেনের নেতৃত্বে এই নেতাকর্মীরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে নবাগত নেতারা বলেন, তারা আর ধর্ম বা আবেগকে পুঁজি করে রাজনীতি করতে চান না। মোশারফ হোসেনের স্বচ্ছ রাজনৈতিক অবস্থান, জনসম্পৃক্ততা ও গ্রামীণ উন্নয়নমূলক কার্যক্রম তাদের বিএনপিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছে। তারা বলেন, সাবেক এমপি হিসেবে মোশারফ হোসেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রধান অতিথি মো. মোশারফ হোসেন বলেন, “একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। যারা ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে এসে দলে যোগ দিয়েছেন, তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে।”

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই দিনে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোশারফ হোসেন।