রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর ও আলিপুর এলাকায় সাম্প্রতিক দুর্ঘটনায় নসিমন চাপায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। মহাসড়কের একাধিক স্থানে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও মাহেন্দ্রের অস্থায়ী স্ট্যান্ড গড়ে ওঠায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। রাজবাড়ীর ৪৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব অবৈধ স্থাপনাগুলো দখল করে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার বাস চালকরা অভিযোগ করেছেন, হাইওয়ে পুলিশের উপস্থিতি কম এবং অবৈধ যানবাহনের জন্য “মাসোয়া” দিয়ে অনুমতি দেওয়া হয়। ফলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়েছে।

হাইওয়ে পুলিশ ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, আলাদা সার্ভিস লেন তৈরি করলে থ্রি-হুইলারের কারণে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে। বর্তমানে পুলিশ নিয়মিতভাবে অবৈধ থ্রি-হুইলার বন্ধের চেষ্টা চালাচ্ছে, তবে সার্বিক সমস্যা সমাধানে পর্যাপ্ত বিকল্প যানবাহন ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে।