যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (মিজান) আত্মহত্যা করেছেন। তিনি শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে মিজান কার্পেট চত্বরের দরজা ভেঙে প্রবেশ করেন এবং সেখানে নিজেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কর্তব্যরত কারারক্ষীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু তিনি মারা যান।
মিজান যশোরের শার্শায় মোটরসাইকেল মেকানিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, অগ্নিনির্বাপক যন্ত্র, প্রতিবন্ধীদের যানবাহন এবং দেশি প্রযুক্তির অ্যাম্বুলেন্স উদ্ভাবন করেছেন। এছাড়া পথশিশু ও মানসিক প্রতিবন্ধীদের জন্য ‘খাবার বাড়ি’ প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজ খরচে এতিমখানা ও মাদরাসা পরিচালনা করতেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২১ বছর আগে বেনাপোলের মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্স হত্যার ঘটনায় মিজানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।