টাঙ্গাইলে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এক স্বর্ণব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী বিপ্লব কর্মকার (৪০) করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে এবং করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, রাতের বেলা দোকান বন্ধ করে বিপ্লব কর্মকার বাড়ির পথে রওনা হন। করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে ৩–৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা দেশীয় অস্ত্র দিয়ে বিপ্লব কর্মকারের ওপর হামলা চালায় এবং গুরুতরভাবে কুপিয়ে আহত করে।
হামলার পর দুর্বৃত্তরা তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
শব্দ ও চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।