রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সিরাজগঞ্জ জেলার পাঁচজন শিক্ষার্থী চমক দেখিয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ায় তারা আনন্দিত হলেও একইসঙ্গে দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করছেন।

নির্বাচিত শিক্ষার্থী জায়িদ হাসান জোহা বলেন, “নির্বাচিত হয়ে যেমন আনন্দিত, তেমনি পদের দায়বদ্ধতার কথাও ভেবে কিছুটা ভীত বোধ করছি। তবে আশা করি, শিক্ষার্থীরা নির্বাচনের সময় যেভাবে পাশে ছিলেন, দায়িত্বকাল জুড়েও সহযোগিতা করবেন। আমি নিজস্ব সংস্কৃতির চর্চায় সম্পূর্ণ স্বাধীনতা দিতে চাই।”

মতিউর রহমান সিরাজী বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। মতিহার হলের সবাই মিলেমিশে সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই, ইনশাআল্লাহ।”

সিরাজগঞ্জের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসমাইল হোসেন বলেন, “নির্বাচনের সময় প্রচারণায় ব্যস্ত থাকা সত্ত্বেও সিরাজগঞ্জের মানুষ আমাদের জন্য দোয়া ও উৎসাহ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভালোবাসা ও সমর্থন ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি।”

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রভাষক মো. আলামিন হোসেন বলেন, “সিরাজগঞ্জ জেলার পাঁচজন শিক্ষার্থীর মধ্যে তিনজন উল্লাপাড়া উপজেলার। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তারা রাকসুতে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের শিক্ষার্থীরা সব জায়গায় চমক দেখাবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৬ অক্টোবর। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম, ১৭ অক্টোবর।

এই নির্বাচনে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের সফলতা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজে ইতিবাচক প্রতিচ্ছবি সৃষ্টি করেছে।