সাতক্ষীরার তালা উপজেলায় সরিষার ক্ষেতে বিষ মিশিয়ে বীজ ছিটানোর ফলে ঘুঘু ও কবুতর পাখির দল বিষক্রিয়ায় মারা যাওয়ায় খুলনা বন বিভাগ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তালা থানায় অভিযুক্তের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।
বন বিভাগ সূত্র জানায়, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে বন্যপ্রাণি সংরক্ষণ আইন, ২০১২-এর লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সরিষার ক্ষেতের এই ধরনের বিষ প্রয়োগ কেবল পরিবেশের জন্য বিপজ্জনকই নয়, বন্যপ্রাণির জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
খুলনা বন বিভাগের এক কর্মকর্তা বলেন, “বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় বন্যপ্রাণি হত্যা, শিকার বা ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, বন বিভাগের পক্ষ থেকে দায়ের করা জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় পরিবেশবিদ ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, “বন্যপ্রাণি রক্ষায় কঠোর পদক্ষেপ জরুরি। যারা এ ধরনের অপরাধ করবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”
এ ঘটনায় শুধু ক্ষেতে থাকা পাখির মৃত্যু নয়, বরং স্থানীয় বাস্তুতন্ত্রেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা সতর্ক করেছেন। তারা এলাকার কৃষকদেরও পরিবেশবান্ধব এবং নিরাপদ কৃষি চর্চার পরামর্শ দিয়েছেন।