কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসাইন বলেছেন, রাজনৈতিক বৈষম্যের কারণে যেসব শিক্ষিত তরুণ চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোবারক বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তার তরুণ সমাজ। পৃথিবীর বহু দেশের তুলনায় আমাদের দেশে তরুণের সংখ্যা বেশি। কিন্তু সঠিক পরিকল্পনা না থাকায় এই শক্তিকে কাজে লাগানো যাচ্ছে না। অতীতে বিএনপি বা জামায়াত সমর্থন করার কারণে অসংখ্য মেধাবী তরুণ চাকরি পাননি। ইনশাআল্লাহ, আমরা ক্ষমতায় গেলে রাজনৈতিক বৈষম্যের শিকার এসব তরুণকে খুঁজে খুঁজে কর্মসংস্থানের আওতায় আনব।”

তিনি বলেন, দেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি। “যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারি, তাহলে বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে অনেক দূর এগিয়ে যাবে। আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই—মাটির নিচে আছে, মাটির ওপরেও আছে। অভাব শুধু সঠিক ব্যবস্থাপনার।”

মাদক প্রসঙ্গে ড. মোবারক বলেন, “৫৪ বছরে কেউ মাদক নির্মূল করতে পারেনি, কারণ যারা নিজেরাই মাদকের সঙ্গে যুক্ত তারা কখনো মাদকমুক্ত সমাজ গড়তে পারে না। মাদক নির্মূল করতে হলে মাদকমুক্ত মানুষ দরকার। আমরা চাই বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে।”

তিনি আরও জানান, তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে দুটি মিনি স্টেডিয়াম নির্মাণ তার অন্যতম লক্ষ্য।

উঠান বৈঠকে তিনি বলেন, “আজ শিশুদের মুখেও দাঁড়িপাল্লার কথা শুনি—এটা প্রমাণ করে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আমাদের প্রতি আস্থা প্রকাশ করছেন। এই আস্থা ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের বুড়িচং–ব্রাহ্মণপাড়া আসন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট অধ্যাপক আব্দুল আওয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা আমির মাওলানা রেজাউল করিম, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।