কক্সবাজারের টেকনাফে ক্যাম্প ছেড়ে বাইরে ঘোরাঘুরি করার সময় নারী ও শিশুসহ ১০৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ অক্টোবর) দিনভর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। পরে প্রশাসনের নির্দেশে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

আটকদের মধ্যে ৬১ জন পুরুষ, ২৮ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের বাইরে অবাধে যাতায়াত বেড়েছে। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে তথ্য পাওয়া গেছে। এতে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।”

তিনি জানান, “পরিস্থিতি মোকাবিলায় বিজিবি টেকনাফের বিভিন্ন তল্লাশি চৌকিতে অভিযান জোরদার করেছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার–টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে তল্লাশির সময় ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া বাইরে যাতায়াতকারী ১০৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়।”

আটক রোহিঙ্গাদের অধিকাংশই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তারা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে বা ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

পরবর্তীতে আটক রোহিঙ্গাদের কাছ থেকে অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয় এবং ক্যাম্পের মাঝিদের জিম্মায় ফেরত পাঠানো হয়।

ইএফ/