গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেছেন, ক্ষমতার শেষ সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াবহ দমন-পীড়নের পথ বেছে নিয়েছিলেন। তাঁর দাবি, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকারের নির্দেশে তরুণ-যুবক থেকে শুরু করে শিশুরাও নির্বিচারে গুলিতে নিহত হয়েছে। তিনি বলেন, এই নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াই করতেই ‘গণতন্ত্র মঞ্চ’ আজ একটি সংগ্রামী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সিরাজগঞ্জের কাজিপুরে নাগরিক ঐক্য আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
সাকি বলেন, বাংলাদেশ কয়েক লক্ষ মানুষের রক্তে নির্মিত একটি রাষ্ট্র। তাদের স্বপ্ন ছিল এমন এক সমাজ, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেই চাওয়া বাস্তবে রূপ পায়নি।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাজনৈতিক গোষ্ঠী রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয় নিয়ন্ত্রণে নিয়ে গেছে, দেশের বিপুল সম্পদ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে। একই সঙ্গে সাংবিধানিক কাঠামোকে এমনভাবে বদলে দেওয়া হয়েছে, যাতে একটি স্বৈরশাসনী ব্যবস্থা প্রতিষ্ঠা পায়। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ ধীরে ধীরে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে, যোগ করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবলু। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনে গণতন্ত্র মঞ্চ জোট–সমর্থিত প্রার্থী সাকিব আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।