বরগুনা শহরের সার্কিট হাউস মাঠে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভের দিকে এগিয়ে আসে। তাদের একজন হাতে থাকা বস্তুতে আগুন ধরিয়ে তা স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করে দ্রুত সরে যায়। ভিডিওর পটভূমিতে শোনা যায় দে, দে এরপরই অন্যজন আগুন নিক্ষেপ করে বলে, চল চল। মুহূর্তের মধ্যেই স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন জ্বলে ওঠে।

ঘটনার পরপরই ১১ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। তিনি লেখেন, বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধবিরোধী জুলাই স্মারক বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না, থাকতে দেব না। তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক ও সমালোচনা।

পুলিশ বলছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা খবর পেয়েছি, তবে ঘটনাস্থলে এমন কোনো স্পষ্ট অগ্নিসংযোগের চিহ্ন এখনো পাইনি। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা যাচাই করছি। তিনি আরও জানান, যে কোনো নাশকতা রোধে পুলিশ তৎপর রয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকরা স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাকে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।