শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুই ব্যক্তি হামলার শিকার হন।

উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্যকে টার্গেট করে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

ঘটনাস্থলে উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম উপস্থিত আছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।