ইনসাফভিত্তিক রাজনীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ধারাবাহিকতা রক্ষায় শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা বিন হাদিকে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী করার আহ্বান জানিয়ে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় ও শহীদ সেলিম চত্বরে ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। সংসদে গিয়ে তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, জনগণের অধিকার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে চেয়েছিলেন। এই অবস্থানের কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে বক্তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, হাদির রাজনীতি ছিল ক্ষমতাকেন্দ্রিক নয়, বরং ইনসাফ ও নৈতিকতার রাজনীতি। তার স্বপ্ন ছিল এমন একটি রাষ্ট্র, যেখানে দুর্নীতির কোনো স্থান থাকবে না এবং সাধারণ মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন তার পরিবারের কাউকে সামনে আসা সময়ের দাবি। বক্তাদের মতে, মাছুমা বিন হাদির মধ্যে তারা শহীদ হাদির সততা, আদর্শ ও সংগ্রামী মানসিকতার প্রতিফলন দেখতে পান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফসহ আরও অনেকে। তারা প্রত্যাশা প্রকাশ করেন, মাছুমা বিন হাদি প্রার্থী হলে তিনি অন্যায়ের বিরুদ্ধে ও ইনসাফের পক্ষে দাঁড়িয়ে শহীদ হাদির অসমাপ্ত রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নেবেন।

এ বিষয়ে মাছুমা বিন হাদি সাংবাদিকদের বলেন, “হাদি সব সময় ইনসাফ ও ন্যায়ের কথা বলতো। সে যে আদর্শের জন্য জীবন দিয়েছে, তা এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। পরিবার ও ইনকিলাব মঞ্চ চাইলে দেশ ও জাতির স্বার্থে আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান বিন হাদি ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে এক দৃঢ় কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই আদর্শ বাস্তবায়নে তিনি ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন।