সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা আহত রাজু মল্লিকের (৪০) স্ত্রী।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী জানান, স্বামী রাজু মল্লিকের সঙ্গে ঈশ্বরকাঠি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে প্রতাপ বাজারে আসছিলেন লিমা আক্তার। এ সময় পেছন থেকে একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় লিমা। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লিমার স্বামী রাজু মল্লিক গুরুতর আহত হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফ আলী বলেন, ‘ঘটনার পরপরই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’