নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি শ্রমিক পরিবহন বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) গভীর রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, বাসটি প্রতিদিনের মতো রাসেল গার্মেন্টসের শ্রমিকদের আনা–নেওয়ার কাজে ব্যবহার করা হয়। ঘটনার রাতে বাসটি লিংক রোডের পাশে থামিয়ে চালক ও সহকারী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চালকের সিটের দিক থেকে জ্বলন্ত আলোর ঝলক দেখে আশপাশের লোকজন চিৎকার করলে তারা জেগে ওঠেন। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক, হেলপার ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে বাসের সামনের অংশ ও কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, কারা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলের আশপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
সম্প্রতি নারায়ণগঞ্জ অঞ্চলে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। কয়েক দিন আগেই দুটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। নতুন এই ঘটনার ফলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ বলছে, সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।