তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দুর্ঘটনা ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। সাজিদ ওই সময় খেলা করতে গিয়ে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “৪০ ফুট গভীর মাটি খননের পর অবশেষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল, এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে বাঁচাতে সক্ষম হননি।”