নাটোরে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ফারজানা শারমিন পুতুলকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের একাংশে অসন্তোষ দেখা দিয়েছে। সেই অসন্তোষ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রূপ নেয় মশাল মিছিলে।

লালপুরের শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণপুরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন বঞ্চিত প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। তারা পুতুলের মনোনয়ন বাতিল করো, রাজনের ন্যায্য দাবি মেনে নাও এ ধরনের স্লোগান দেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, নাটোর-১ আসনে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের দাবি, এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হলে দীর্ঘদিনের ত্যাগী নেতা ডা. ইয়াসির আরশাদ রাজনকেই মনোনয়ন দিতে হবে।

তারা আরও বলেন, ফারজানা শারমিন পুতুল রাজনীতিতে নতুন মুখ হলেও রাজন দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করছেন। তাই রাজনের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে বিএনপির অবস্থান দুর্বল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ আসনে পুতুলের প্রার্থীতা ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।