বিএনপি যশোর-৪ (কেশবপুর) আসনে ধানের শীষের মনোনয়ন দিয়েছে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।
শ্রাবণ যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবারের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে শ্রাবণ ছাত্রদল ও বিএনপির রাজনীতিতে যুক্ত হন, ফলে পরিবারের সঙ্গে সম্পর্ক কিছুটা ছিন্ন হয়ে যায়।
২০ সেপ্টেম্বর দীর্ঘ ১৭ বছর পর তিনি নিজের জন্মভূমি কেশবপুরে ফিরে আসেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পদযাত্রা ও মোটরসাইকেল বহরে প্রায় দেড় হাজার মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাসে অংশ নেন। শ্রাবণ গত ২০২২ সালের ১৭ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং ২০২৩ সালের ১১ অক্টোবর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হন।