শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

এক ঘণ্টা ধরে চলা এ অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এসময় অবরোধকারীরা সড়কে নামাজ আদায় করেন। এসময় ওসমান হাদির সুস্থতা কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল জানান, ওসমান হাদির ওপর হামলাকারীদের প্রশাসন এখনও গ্রেফতার করতে পারেনি, এটা অত্যন্ত লজ্জার। হামলার এ ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এর পর তারা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।