ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন বাসটির চালক জুলহাস মিয়া (৩৫)। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত জুলহাস মিয়া ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলম এশিয়া পরিবহনের চালক হিসেবে কাজ করছিলেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাতে আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান এলাকায় পার্ক করা ছিল। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত চালক জুলহাস বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। পরে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা, কী উদ্দেশ্যে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

এদিকে স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় কয়েকটি বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফুলবাড়িয়ায় বাসে আগুনে চালকের এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।