নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখার সামনে অগ্নিকাণ্ডের চেষ্টা হলেও কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার পর উপজেলার গহেলাপুর এলাকায় শাখার সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রথমে জানা যায়।
গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার লোটাস হোসেন জানান, অফিসের সামনের গেটে ৪–৫টি বস্তায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে নাইট গার্ড মজিবর রহমান দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অফিসের কোনো স্থাপনা বা সামগ্রীর ক্ষতি হয়নি। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা যাচাই করে বলেন, গ্রামীণ ব্যাংকে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। সেখানে কেবল রাস্তায় ধোঁয়া দেখা গিয়েছিল। অভিযোগ দায়েরের প্রয়োজনীয়তা নেই।