বুধবার (১০ ডিসেম্বর) সকালে খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের ইটভাটা শ্রমিক নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশুটির বাবা-মা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি বাড়ির আঙিনায় একা খেলছিল। একপর্যায়ে সেখানে থাকা পানিতে ভরা একটি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে গিয়ে নাদিয়া মারা যায়। রান্না শেষে মা ঘর থেকে বেরিয়ে এসে শিশুকে বালতির ভেতর ডুবে থাকতে দেখে চিৎকার শুরু করেন।
তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল তাকে মৃত ঘোষণা করেন। মেডিকেল অফিসার ডা. সুমন পাল জানান, অসতর্কতার কারণেই আজ শিশুটির প্রাণ গেল। তিনি সকল বাবা-মাকে শিশুদের চলাফেরার বিষয়ে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।