পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রবিবার রাত ১০টায় মশাল জ্বালিয়ে মিছিল করেন। তারা দাবি করেন, উত্তরবঙ্গের কোটি মানুষের জীবন, কৃষি ও সংস্কৃতির সঙ্গে জড়িত তিস্তা নদীর ন্যায্য পানির অংশ নিশ্চিত করতে এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীরা ‘তোমার আমার ঠিকানা, তিস্তা তিস্তা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’—এমন স্লোগান দিয়ে মিছিলকে মুখর করেন। মিছিল থেকে তারা জানান, নদী শুষ্ক মৌসুমে মরা খালে রূপ নেয়, বর্ষায় প্লাবনে ফসলি জমি ধ্বংস হয়। মুজাহিদ হোসেন ও মোরসালিন হোসেন বলেন, চলতি বছরের নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হলে তারা আরও বৃহৎ আন্দোলন করার প্রস্তুতি নেবেন।